বৃষ্টি মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনে সহায়ক কেনো?
বৃষ্টি মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনে সহায়ক কেনো?
Add Comment
মনের উপর ঋতুর প্রভাব ব্যাখ্যায় জার্মানির একদল গবেষক তাঁদের গবেষণায় দেখেছেন যে দিন দিন আবহাওয়া মানুষের মেজাজের উপর প্রভাব বিস্তার করছে। রৌদ্রোজ্জ্বল, মেঘলা এমনকি তাপমাত্রা, বাতাস, সূর্য রশ্মি, বৃষ্টি কিংবা কুয়াশা, বাতাসের চাপ এবং দিনের দৈর্ঘ্যের উপর নির্ভর করে মানুষের মন মেজাজেরও তারতম্য তৈরি হয়।
গবেষকরা তাঁদের গবেষণায় প্রচলিত জ্ঞানের বিপরীতে দেখতে পেয়েছেন যে দৈনিক তাপমাত্রা, বায়ু, সূর্য রশ্মি, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ু চাপ এবং দিনের দীর্ঘতার উপর ইতিবাচক মনোভাবে কী ধরনের প্রভাব পড়ে। আর মনের ওপর ঋতুর এ প্রভাবকে বলা হয় সিজনাল ইফেকটিভ ডিজঅর্ডার বা এসএডি। এই গবেষণা এখনও চলমান। সিজনাল ইফেকটিভ ডিজঅর্ডারের কারণেই বৃষ্টি মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনে সহায়তা করে।