বেশিরভাগ নারীরাই কাজিনের প্রেমে পড়তে চান না কেন?
কাজিনদের মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠা এমনিতেই উচিত না কারণ এটি সাইন্টিফিকালি তাদের স্বাস্থ্য এবং ভবিষ্যত সন্তানের জন্য ভালো না। কাজিনদের মাঝে রক্তের গ্রুপ এক থাকার ফলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তবে এই কারণ ছাড়াও নারীরা তাদের কাজিনদের সাথে প্রেমের সম্পর্কে জড়াতে চান না। এর কিছু কারণ রয়েছে। যেমন :
– প্রথমত তারা ভয় পান যে এই ধরনের সম্পর্কে জড়ানোর ফলে দুই পরিবারে এর বিরুপ প্রতিক্রিয়া পড়তে পারে।
– ছোটবেলা থেকে একইসাথে বড় হওয়ার ফলে কাজিন পুরুষদের প্রতি তাদের কোনো আকর্ষণ কাজ করে না। তাদেরকে নিজেদের ভাইয়ের মতই বিবেচনা করে থাকেন।
– কাজিনদের যেসব প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার বেশিরভাগ ঘটে কম বয়সে। নারীরা এ সময়ে এই বিষয়ে কম বুঝে থাকেন বলে এ ধরনের সম্পর্কে জড়াতে চান না।
– কাজিন পুরুষদের আবেগকে নারীরা সিরিয়াসলি দেখেন না। তাছাড়া ছোট থেকে পরিবারের শিক্ষাও এর মূল একটি কারণ হতে পারে।
তবে গবেষণায় দেখা গেছে যে এ পর্যন্ত কাজিনদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার ঘটনা একেবারে কম না। ধন্যবাদ