ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের জন্য কি কিছু বই পড়া উচিত ?
ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের জন্য কি কিছু বই পড়া উচিত ?
ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের জন্য বই পড়াটা অত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। কারণ আমি অনেক বই পড়েছি দক্ষতা উন্নয়নের। কিন্তু আমার যে দক্ষতা সবার আগে উন্নয়ন করা দরকার ছিল। তা এখনো পর্যন্ত করতে পারি নি।
তাই বই পড়ে হয়ত দক্ষতা উন্নয়নের উপায়টা জানতে পারবেন কিন্তু সবচে বেশি দরকার দক্ষতার চর্চা। আপনি যে কাজই ভালো পারেন, সেটাকে বেশি বেশি চর্চা করবেন। একদিন ঐ কাজেই আপনি সেরা হবেন।
আমার মতে ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের জন্য আপনার ব্যক্তিগত জীবনের কিছু অভ্যাস পরিবর্তন করতে পারেন। যেগুলো আপনার সময়ের অপচয় হয়, সেসব কাজ বাদ দিতে পারেন।
মানি ম্যানেজমেন্ট শিখতে পারেন। শরীরচর্চা, গণিত, কথা বলার মনোভাব। ও হ্যাঁ, আমি আবার অন্যের সাথে কথা বলতে পারি না। কারো সাথে কথা বলতে গেলে কথা জড়িয়ে যায়। এসব তো বই পড়ে ঠিক করা যায় না। ঐ জন্য বলছি- বই পরে দক্ষতা উন্নয়নের উপায় জানা যায় কিন্তু উন্নয়ন করা যায় না