ব্যক্তি জীবনের সফলতার জন্য কী কী করণীয়?

    ব্যক্তি জীবনের সফলতার জন্য কী কী করণীয়?

    Default Asked on May 12, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      আপনি কি জানেন প্রতিটি সিস্টেম চালানোর জন্য একটি ম্যানুয়াল প্রয়োজন, সোলার সিস্টেম, গ্যালাক্সি, রাষ্ট্র, উইন্ডোজ 10, আই ফোন । সেই ম্যানুয়ালটি স্বাভাবিকভাবেই সেই সিস্টেমের স্রষ্টার দেওয়া। যেমন সৌরজগৎ, ছায়াপথ .. সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের ম্যানুয়াল দ্বারা চালিত, আবার দুনিয়াতে যে কোনো রাষ্ট্র সেই দেশের সংবিধান দ্বারা চালিত ..

      Microsoft এর ম্যানুয়াল দ্বারা চালিত Windows 10, I Phone শুধুমাত্র অ্যাপল টেকনোলজি কোম্পানির ম্যানুয়াল অনুসরণ করলেই ভাল কাজ করতে পারে। সঠিক ম্যানুয়াল অনুসরণ না করলে জিনিসগুলি Out of order হবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ..

      সর্বোত্তম সৃষ্টি মানুষও সর্বশক্তিমান দ্বারা সৃষ্ট, নিশ্চিত ভাবে আমাদের নির্দেশিকা দরকার । কে দিবে নির্দেশিকা, আর একজন মানুষ, না যে মানুষকে সৃষ্টি করেছে । সর্বশ্রেষ্ট সৃষ্টি মানুষের জন্য সেই সর্বশক্তিমান স্রষ্টার ম্যানুয়েল হল, চূড়ান্ত নির্দেশিকা হল ‘পবিত্র কুরআন’ ১৪০০ বছরের বেশি সময় যার কোনো পরিবর্তন হয় নাই । পরিবর্তন হওয়ার কথাও নয়, কারণ সেই মহান স্রষ্টার সেই ক্ষমতা আছে এবং তিনি নিজেই পবিত্র কুরআনে তা ঘোষণা করেছেন । এই ওপেন ইন্টারনেটের যুগেও কেউ তা পরিবর্তন করতে পারে নাই, অনেক চেষ্টা হয়েছে ..

      মানুষের সৃষ্টি ম্যানুয়াল অনুসরণ কি ঘটছে সেটা একটু দেখেন শৃঙ্খলার বাইরে, মানুষত্বই হুমকির মুখে । লাখ লাখ নারী পতিতা! Single mother! বিজ্ঞাপনের হাতিয়ার ব্যবহার করে নারী শরীর! LGBTQ সমকামিতা, broken family, broken marriage system, live together like animal, কুকুরের সঙ্গে বসবাস, মাদক সেবনে হতাশ তরুণ। অন্যদিকে অর্থনীতি, পুঁজির নিয়ন্ত্রণ নেই, ধনী অতি ধনী হয়েছে, দরিদ্র আরও দরিদ্র হয়েছে।

      তবে আশার কথা, ISLAN the super fastesr growing religion, way of life. The choice is yours (সিদ্ধান্ত আপনার) । তাই সফলতার জন্য প্রথমে জানতে হবে ওই নির্দেশিকায় কি আছে, আমাদের তা সঠিক ভাবে জানতে হবে এবং তা মেনে সেই ভাবে চলতে হবে, ব্যক্তি জীবনের সফলতার নির্দেশিকা পবিত্র কুরআনে পাবেন, এবং জেনে তা মেনে চলার মধ্যেই ..

      Professor Answered on May 12, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.