ব্রয়ফেন্ড ইগনোর করছে কী করা উচিত?
ব্রয়ফেন্ড ইগনোর করছে কী করা উচিত?
Add Comment
- কেউ ইগনোর করলে তার থেকে দূরত্ব বজায় রাখাই হলো জ্ঞানী ও বুদ্ধিমানের কাজ।
- মানুষ পৃথিবীর সবকিছু সহ্য করতে পারে কিন্তু ইগনোর সহ্য করতে পারে না।কাজেই তাঁকে যখন কেউ ইগনোর করে তখন সে কারো ইগনোর করাকে ড্যাম কেয়ার করার বদলে উল্টো পাত্তা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।আর এটিই পরিশেষে কাল হয়ে দাঁড়ায়।এ সুযোগে ইগনোরকারী ব্যাক্তি ইগনোরের পরিমাণ আরো বাড়িয়ে দেয় এবং এক প্রকার মজা পান।ইগনোরকারীর ভেতর তখন এক ধরনের আদিম প্রবৃত্তি জেগে ওঠে,খেলা করতে শুরু করে।কিন্তু বুদ্ধিমানরা কখনো সম্পর্ককে এই পর্যায়ে নিয়ে যেতে দেন না।এর আগেই তারা এসব তথাকথিত সম্পর্ককে খতম করে ও ইতি টানেন।
- কাজেই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে-ই হোক না কেন,কেউ ইগনোর করলে তাঁকে প্রথম পর্যায়েই বাতিলের খাতায় ফেলে দিতে হবে।