ব্লগে কীভাবে ভিজিটর বাড়ানো যায়?

ব্লগে কীভাবে ভিজিটর বাড়ানো যায়?
Add Comment
1 Answer(s)

    ব্লগে যেভাবে ভিজিটির বাড়াবেন :

    – নিয়মিত ইউনিক কনটেন্ট প্রকাশ করুন।

    – ব্লগকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করুন।

    – ব্লগরোল ব্যবহার করুন ও আপডেটের রাখুন।

    – নিজের এবং রিলেটেড অন্য ব্লগে কমেন্ট করুন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিন।

    – ব্লগের আরএসএস ফিড সেটিং করুন।

    – লিংকস ও ট্রাকব্যাক ব্যবহার করুন।

    – প্রতিটি পোস্টে অবশ্যই ট্যাগ ব্যবহার করুন।

    – বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনার পোস্ট সাবমিট করুন।

    – সার্চ ইঞ্জিনের থেকে ট্রাফিক আনার জন্য মেইন কিওয়ার্ড ও রিলেটেড কিওয়ার্ড অনুয়ায়ী পোস্ট লিখুন।

    – ছবি দিতে ভুলবেন না।

    – গেস্ট ব্লগিং করুন এবং আপনার ব্লগে গেস্ট ব্লগিংয়ের সুযোগ রাখুন।

    – ফোরাম, ওয়েব রিং ও অনলাইন গ্রুপে যোগাযোগ সংযুক্ত থাকুন।

    – ইমেইল সিগনেচার, বিজনেস কার্ডের মাধ্যমে ব্লগ প্রমোট করতে পারেন।

    – আপনার ব্লগে নির্দিষ্ঠ মেয়াদে ব্লগিং প্রতিযোগিতার আয়োজন করুন।

    – অফলাইনে বিভিন্ন মানুষের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

    Professor Answered on May 18, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.