বয়স ১৮ বছর, উচ্চতা ৪’৮”, কীভাবে লম্বা হতে পারি?
বয়স ১৮ বছর, উচ্চতা ৪’৮”, কীভাবে লম্বা হতে পারি?
Add Comment
দেখুন একজন মানুষ কতটুকু লম্বা হবেন তা নির্ভর করে তার বংশগত বৈশিষ্ট্যের উপরে। এক্ষেত্রে বাহ্যিকভাবে তেমন কোনোকিছুই করার নেই। তবে কিছু শারীরিক ব্যায়ামে অল্প কিছু পরিবর্তন হওয়া সম্ভব। আর আপনার প্রেমিক নিশ্চয়ই আপনাকে দেখেই প্রেম করেছেন। সেক্ষেত্রে এই বিষয়ে কথা বলার কোনো কারণই নেই। এমনটা হলে তাকে কড়াভাবে বলে দিন তার এই ধরনের মন্তব্য আপনার ভালো লাগে না। তাছাড়া এই বিষয়ে আপনার কোনো হাতও নেই। সবই বিধাতার দান। এরপরও মানসিকভাবে কিছুটা প্রশান্তি পেতে আপনি কয়েকটি শারীরিক ব্যায়াম করতে পারেন।