ভাঙ্গা হাড় জোড়া লাগায় কীভাবে?
ভেঙ্গে যাওয়া হাড় জোড়া লাগানো এক ধরনের জটিল প্রক্রিয়া। আমাদের হাড়ের গাঠনিক অখণ্ডতা নিয়ন্ত্রিত হয় কতগুলো কমপ্লেক্স প্রসেসের মাধ্যমে। খুব সহজে বললে হাড়ের ভেতর তিন ধরনের কোষ আছে। অস্টিওসাইট, অস্টিউব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট। অস্টিওসাইটগুলো হাড়ের গঠনের অন্যতম কোষ। অস্টিওব্লাস্ট হচ্ছে এমন কতগুলো কোষ যেগুলো বিভাজিত হয়েছে অস্টিওসাইট তৈরী করে এবং আরও গুরুত্বপূর্ণ অনু যোগ করে। অন্যদিকে অস্টিওক্লাস্ট কিছু পদার্থ (ফ্যাক্টর) তৈরী করার মাধ্যমে অস্টিওসাইটকে ধ্বংস করে। আমাদের হাড়ে এই অস্টিওব্লাস্ট ও অস্টিওক্লাস্ট সবসময় একটিভ থাকে। হাড়ের একাগ্রতা (ইন্টেগ্রিটি) নিয়ন্ত্রিত হয় এই দুটো প্রক্রিয়ায় ব্যালেন্সের মধ্যে দিয়ে।
অন্যদিকে, যখন আমাদের শরীরে কোন আঘাত হয় তখন ইনফ্লেমেশন ও হিরিং নামক দুটো ঘটনা ঘটে। ভাঙ্গা হাড়ের ক্ষেত্রেও হিলিং প্রসেসের মাধ্যমে ভাঙ্গা যায়গায় নতুন হাড়ের অংশ তৈরী হয়। তবে সেটা মূল হাড়ের পূর্ণাঙ্গ গঠন যুক্ত না। হাড় যখন ভেঙ্গে যায় তখন এই ভাঙ্গা অংশদুটোকে যদি পরস্পর কাছাকাছি লাগিয়ে দেয়া যায় তাহলে প্রথমে হিলিং প্রসেসের মাধ্যমে একটি প্রাথমিক জোড়া তৈরী হয়। অত:পর অস্টিওব্লাস্ট ও অস্টিওক্লাস্ট একটু একটু করে ভাঙ্গা ও গড়ার মধ্য দিয়ে হাড়কে তার পূর্ণাঙ্গ আকারে ধীরে ধীরে ফিরিয়ে নিয়ে আসে।