ভাববাদ ও বস্তুবাদের পার্থক্য কি?
ভাববাদ ও বস্তুবাদের পার্থক্য কি?
Add Comment
মনের বাইরে জগতের অস্তিত্ব আছে এটা বলে বস্তুবাদ।
মনের বাইরে কিছু নেই এটা বলে ভাববাদ।
আপনি আপনার ঘরে বসে আছেন। একটুপর বিকেলে বাইরে বের হয়ে নদীর ধারে গিয়ে দেখলেন আকাশে রকেটের মতো কি যেনো যাচ্ছে। সেটা যেনো আকাশকে ফালা ফালা করে লম্বা দাগের সৃষ্টি করেছে। আর সেটা আপনি উপভোগ করছেন। এই যে আপনি জগতে এতো কিছু দেখলেন এটাই বাস্তববাদ বা বস্তুবাদ।
অপরদিকে, ভাববাদীরা আপনার দেখার পন্ডিতগিরি ছুটিয়ে দেবে এক কথা বলেই। বলবে, দূর বেটা তুই কিছুই দেখোস নাই, তরে এগুলা সব মনে দেখাইছে। এগুলো ভাবছোস বিধায় দেখছোস, এগুলো বাস্তবে কিছু নেই। তুই স্বপ্ন দেখছিস, যা এবার মুখটা পানি দিয়ে ধুয়ে আয়! ভাববাদীদের মতে, আমরা জগতে ঘুমিয়ে আছি। আমরা কেউ জেগে নেই।আমরা এক মহাজাগতিক ঘুমে নিমগ্ন।