ভালবাসা পাওয়া কঠিন নাকি দেওয়া কঠিন?
ভালবাসা পাওয়া কঠিন নাকি দেওয়া কঠিন?
Add Comment
এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও।
আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায় দাও।
একখানা মেঘ ভেসে এলো আকাশে,
এক ঝাঁক বনো হাস পথ হারালো।
একা একা বসে আছি জানালা পাশে,
সে কি আসে যারে আমি বেসেছি ভালো।
দেয়া নেয়া দু্টিই সহজ আবার দুটিই কঠিন।