ভালোবাসায় ব্যর্থতার থেকে কী শিক্ষা নেওয়া উচিত?
ভালোবাসায় ব্যর্থতার থেকে কী শিক্ষা নেওয়া উচিত?
১. আমি তোমাকে ছাড়া বাচঁবো না টাইপ কথাগুলা একেবারে ফালতু । অন্য কারোও জন্য আপনার জীবন থেমে থাকবে না আর আপনার জন্য অন্য কারোও জীবনও থেমে যাবে না ।
২.আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে যত আপনই হোন না কেন সামান্য একটা মুড সুইং আপনার সম্পর্ক ভেঙে দিতে পারে ।
৩. পৃথিবীতে আপনার চেয়ে ঢের ভালো ছেলে/মেয়ে রয়েছে আপনার সঙ্গীর জীবনে আপনাকে স্থলাভিষিক্ত করার জন্য । আপনাকে না পেলে সে আপনার মতো অথবা আপনার চেয়ে ভালো কাউকে পাবে না এইসব চিন্তা বাদ দেয়া উচিত ।
৪. মানুষ মাত্রই স্বার্থকেন্দ্রিক এবং এটা চরিত্রের খারাপ কোন দিক না ।
৫. আপনি সম্পর্কে যত কম অ্যাটাচ্ড হতে পারবেন আপনার সম্পর্ক ততো বেশী ভালো থাকবে । অ্যাটাচমেন্টগুলো কিছু অপ্রয়োজনীয় এক্সপেকটেশনের জন্ম দেয় এবং এক্সপেকটেশনগুলো মানসিক কষ্টের জন্ম দেয় ।
৬. যতক্ষন পর্যন্ত না আপনি সরাসরি দেখছেন আপনার সঙ্গী আপনার সাথে প্রতারণা করছে ততক্ষন পযর্ন্ত এ বিষয় নিয়ে মাথা ঘামানো উচিত না । হুদাই কষ্ট টেনে নিয়ে আনার কোন মানে হয় না ।
৭. বিচ্ছেদ মানসিক পরিপক্কতা তৈরি করে ।
৮. বিচ্ছেদের সময়টাতে শুধু অ্যালকোহল আর ধূমপানে এডিক্টেড না হয়ে গেলে বিচ্ছেদ আপনার তেমন কোন ক্ষতি করতে পারবে না।
৯. সম্পর্ক নষ্ট হওয়ার পর এর পিছনের কারন খুজতে যাওয়া বোকামি ।
১০. সামাজিক দায়বদ্ধতা না থাকলে সেই সম্পর্ক যে কোন সময়ে যে কোন কারনে ভাঙতে পারে এবং সে ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে রাখা উচিত ।