ভালোবাসার কি কোনো রঙ আছে?

    ভালোবাসার কি কোনো রঙ আছে?

    Train Asked on September 1, 2024 in ভালোবাসা.
    Add Comment
    1 Answer(s)

      ♦সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদীর প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন।

      সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন, যেই রুমে ঝগড়া হয়েছিল, সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে, কথাটি হল- ‘সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি’|

      এতো ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি, ২০০৮ সালে ডিভোর্স হয়। কারণ ভালোবাসা রং বদলায়..!

      জীবনানন্দ দাশ লিখেছিলেন-

      ‘প্রেম ধীরে মুছে যায়; নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।’

      এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসে লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে একশ হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য।

      সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে উঠে দুজনের জীবন। প্রেম সত্যি একসময় মুছে যায়।

      গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে।

      বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না। তার মধ্যে আলাদা কিছু নেই। সে আর দশটা মানুষের মতোই সাধারণ।

      স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার”

      গুলতেকিন বারবার বলতে থাকে- ‘তোমার লেখাই ভালো, অন্যকিছু ভালো না।’

      আসলেই ভালোবাসা রং বদলায়!

      নন্দিতা রায়ের ‘বেলাশেষে’ সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বুঝানো হয়েছে-

      ‘হাতের ওপর হাত রাখা খুব সহজ,

      সারাজীবন বইতে পারা সহজ নয়!’

      সহজ না হওয়ার কারণ ঐ একটাই-

      ‘ভালোবাসা রং বদলায়’ 🙃

      আসলে প্রেম ভালবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস-

      “মনের মানুষ” এবং “মানুষের মন”।

      এই দু’টোর উপর বিশ্বাস থাকা ভাল এবং উচিতও বটে। তবে সেটা কেবলই নিজের মধ্যে। কখনোই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী বড়াই দেখানোও উচিত নয়।

      কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোনদিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত। হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের।

      আসলেই ভালবাসা রং বদলায়।

      সংগ্রহ

      একটা আপভোট দিন, তাহলেই বুঝব কে আমাকে পসন্দ করেছেন।❤️👩‍❤️‍👨👩‍❤️‍👨

      Professor Answered on September 1, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.