ভালোবাসার শেষ পরিণতি কোথায় গিয়ে সমাপ্ত হয়?
ভালোবাসার শেষ পরিণতি কোথায় গিয়ে সমাপ্ত হয়?
Add Comment
অনেক ভাবেই হয়।
- কিছু ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে সমাপ্তি হয়ে যায়।
- কিছু সময় পরিস্থিতির শিকার হয়ে সমাপ্তি হয়ে যায়।
- কিছু ক্ষেত্রে ভুল মানুষের প্রেমে পড়ার কারণে সমাপ্তি হয়ে যায়।
- আবেগে ভালবাসলে আবেগ শেষ হলে সমাপ্তি হয়ে যায়।
- কিছু ক্ষেত্রে ভালোবাসায় ছিল না শুধু ছিল প্রয়োজন প্রয়োজন ফুরিয়ে গেলে সমাপ্তি হয়ে যায়।
- মিথ্যা মিথ্যা ভালোবাসা মিথ্যা যখন সামনে আসে তখন ভালোবাসা সমাপ্তি হয়ে যায়।
- কিছু ক্ষেত্রে ভুল মানুষের প্রেমে পরে কিন্তু পরে বুঝতে পারে সমাপ্তি করে দেয়।
- কিছু কিছু ক্ষেত্রে প্রেগন্যান্ট হওয়ার পরে ভালোবাসার সমাপ্তি করে দেয়।
- কিছু কিছু ক্ষেত্রে প্যারা না নিতে পেরে ভালোবাসা সমাপ্তি করে দেয়।
- কিছু কিছু ক্ষেত্রে নিজের পার্সোনাল বলতে কিছু থাকে না তখন ভালবাসার সমাপ্তি করে।
আরো অনেক ভালবাসা আছে শেষ পরিণতি অনেক খারাপ ভাবে সমাপ্তি হয়, যা একজন আরেকজনের কাছে কোনদিন আশা করে না, কিন্তু শেষ পরিণতি এমন হয় ,যা ভাবতেও পারে নাই যে এমন হবে, এবং কি অনেক মানুষ মেনে নিতে না পারে, সারা জীবন চোখের পানি জড়ায়।
অনেকেই আছে হাজার কষ্ট বুকে চাপিয়ে রেখে ভালোবাসা সমাপ্তি করতে বাধ্য হয়।
>দুজন দুজনকে বিশ্বাস করতে হবে, পার্টনার, একজনের বিপদে আরেকজন, একজনের কাজে আরেকজন, সুখ দুঃখ সমান সমান ভাগ করে নিতে হবে, সারাটা জীবন একসাথে হাত রেখে চলতে হবে। সত্যি কারের ভালোবাসা জীবন যতদিন থাকে ততদিন পরেও সমাপ্তি হয় না।