ভালোবাসা কাকে বলে?
ভালোবাসা কী এটা হয়তো কারোরই জানা নেই। এটি নিয়ে লিখে গেছেন আমাদের বিশ্বকবি থেকে শুরু করে বিদ্রোহী কবি সবাই। ( এখানে বিদ্রোহী কবিকে মোটেও ছোট করা হচ্ছে না, শুধু বলা হচ্ছে, তিনি বিদ্রোহী হওয়ার পাশাপাশি ভালোবাসা নিয়েও লিখেছেন) যাই হোক, আমি এই অধম আজকে একটা গল্প শেয়ার করার চেষ্টা করবো।
আমরা অনেক জাতীয় ও আন্তর্জাতিক খবর দেখতে পাই যেখানে স্বামী স্ত্রী পরস্পরকে ত্যাগ করে শুধুমাত্র কিছু ছোট কারণে।
আপনি হয়ত কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মানুষটিকে দেখে থাকবেন…
তিনি মোহাম্মদ উমর(“বাবল ম্যান”)।এই রোগটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ চর্মরোগের একটি। সৌভাগ্যবশত, তার জীবনসংগ্রামে তিনি একা নন। 28 বছর বয়সে, তিনি তার সত্যিকারের ভালবাসার মানুষ, ফারহাত-উন-নিসাকে পেয়েছিলেন। ফারহাত, উমর এর ব্যক্তিত্ব এবং উদারতার প্রেমে পড়েছিলেন।
তাঁর মতে, “আমি বুঝতে পেরেছিলাম উমার একজন চমৎকার মানুষ। তাঁর মতো দয়ালু এবং উদার মানুষ খুব কমই আছে। আমার পরিবার আমাকে আমার ভবিষৎ সম্পর্কে সচেতন করেছিল। তারা সতর্ক করেছিল যে তার(উমার এর) শরীর ভবিষ্যতে আরও খারাপ হতে পারে । এমনকি তারা আমার পক্ষ থেকে একজন ডাক্তারের পরামর্শও নিয়েছে। কিন্তু আমি জেনেশুনে ঝুঁকি নিয়েছি ”।
তাঁরা এখন বুড়ো। উমার এর বয়স ৬২ বছর।এই দম্পতির এখন সন্তান রয়েছে।সৌভাগ্যবশত, তাঁর ছেলেরা তাঁর এই রোগের বাহক নয়।
সত্যিকারের ভালোবাসা আসলেই এখনো এক্সিস্ট করে। কিন্তু এটা খুব বিরল। কাউকে যদি ভালোবাসতে হয়, তাহলে এভাবেই বাসুন।
কবির ভাষায়,
চরণ ধরিতে দিয়োগো আমায়
নিয়ো না নিয়ো না সরায়ে।
জীবন মরণ সুখ দুখ দিয়ে
বক্ষে ধরিব জরায়ে।
আমি জানি না, এটি অগোছালো হয়ে গেলো কি না। কিন্তু, গল্পটা মনে দাগ কাটার মতো।
ধন্যবাদ।