ভালোবাসা দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় – কথাটি কতটুকু সত্য?
কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আবার,
মানুষ মরে গেলে পঁচে যায়,
বেঁচে থাকলে বদলায়।
কারণে অকারণে বদলায়।
মানুষ সৃষ্টিগতভাবে পরিবর্তন পছন্দ করলেও, তাদের ন্যাচার বা প্রকৃতি কখনোই বদলায় না। নিচের এই মানুষটিকে দেখুন। এলিন তামির।
নাস এবং এলিন এর সম্পর্ক ছিলো প্রায় ৬ বছর ধরে। কিন্তু, ২০২৩ সালে এসে এলিন অভিযোগ করলো, নাস তাকে ঠিকঠাক সময় এবং কেয়ার দিতে পারছে না। নাস এর জীবনে তার ক্যারিয়ার ছাড়া আর কিচ্ছু নেই। এলিন কি গত ৬ বছর ধরে এটি উপলব্ধি করে নি কিংবা, নাস কে তার ভালোবাসা দিয়ে পরিবর্তন করার চেষ্টা করে নি? কিন্তু, কোনো লাভ কি হয়েছে? কখনোই না। তাদের অবশেষে বিচ্ছেদের পথেই হাঁটতে হয়েছে।
আমাদের মাঝে এরকম একটি ধারণা খুবই প্রচলিত যে, মানুষকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করা যায়। কিন্তু, প্রকৃতপক্ষে মানুষ কখনোই পরিবর্তন হয় না। তারা শুধুমাত্র পতিবর্তনের অভিনয় করে কিছু সময়ের জন্য। আপনি আপনার কাছের মানুষকে পরিবর্তনের জন্য উৎসাহিত করতে পারবেন, কিন্তু কখনোই পরিবর্তন করতে পারবেন না, যতক্ষন না সে নিজ থেকে পরিবর্তন হচ্ছে।