ভালোবাসা নিয়ে প্রতারণা করলে, মেয়েটিকে কী করা উচিত?
আপনি কি রেগে আছেন, শুনুন না আপনি কি রেগে আছেন, রেগে থাকলে আমার কথাগুলো কিছুই বুঝতে পারবেন না। তাই সর্বপ্রথম এক গ্লাস ঠান্ডা পানি খেলে ফ্যানের নিচে গিয়ে বসুন ঠান্ডা হোন।
তা বুঝলাম আপনার কথা চাইলে কি ঠান্ডা হওয়া যায়, হাজার হোক যাকে এত ভালবাসলাম, কখনোই মনে হয়নি প্রতারিত হতে পারি সেই প্রিয় মানুষটি প্রতারক।
খুব রাগ হচ্ছে তাঁর ওপর তাইনা মনে হচ্ছে কেন প্রতারণা করলো, কী দোষ করেছিলেন আপনি?
তাকে একবার হলেও কল করুন, আর ইচ্ছামত নিজের রাগ ঝেড়ে ফেলুন। যা মনে আসে মন খুলে বলে দিন। দেখবেন স্বস্তি লাগবে।
জাস্ট ফোনেই একটু ঝাড়ি দেবেন, সামনাসামনি হিরো হওয়ার প্রয়োজন নেই। এতে আপনার বেশি ক্ষতি হবে। বুঝেন তো আমজনতার ব্যাপার, একটা মেয়ের পেছনে কারণ ছাড়াই যতগুলো পক্ষ নেবে। কারণ থাকতো আপনার পক্ষে কেউ নেবে না ।(কিছুক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে)
কি ঝাড়ি দিয়েছেন এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, মনটা ফুরফুরে লাগছে, ভাই বিশ্বাস করুন এই ফুরফুরে ভাব বেশিক্ষণ থাকবে না, একটু পর একা হয়ে যান আবার তার কথাই মনে পড়বে হোক না সে প্রতারক একদিন তো তাকে ভালোবেসে ছিলেন। ভালোবাসার দড়ি টাইনাও ছেঁড়া যায় না। মনের মধ্যে থেকে যায় তা যথাসময়ে হক মনে পড়বেই। আপনি মরে যেতে পারেন স্মৃতি মরে না, স্মৃতিগুলো অন্য কারো মধ্য থেকে যায় তারা না মরা পর্যন্ত।
তবে স্মৃতি করে কি লাভ,যে মানুষ প্রতারণা করতে পারে, তার কাছে আপনার কোন মূল্য নেই আপনার কি হল না হল আপনি বাঁচলেন না মরলেন এর কোনো গুরুত্ব নেই। তার জন্য নিজের ক্ষতি করে কি লাভ
আপনি তাকে শাস্তি দিতে চাচ্ছেন, আমাদের সমাজ আইন শাস্তির বদলে হিসেবে আপনাকে শাস্তি দিবে। আপনি কি পেলেন। নিজের জীবন নষ্ট করার কোন অর্থ হয়, কাছে তো হয়না।
তাই বাজারে চিন্তাভাবনা বাদ দিয়ে, কষ্ট হলেও কান্না পাইলে কান্না করুন, মুড অফ করে গম্ভীর হয়ে বসে থাকুন সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে মন থেকে মুছে যাবে হয়তো সে পুরোপুরি হয়তো না। তবে বিপর্যয় কাটিয়ে উঠতে পারবেন।
আর হ্যাঁ কোন অবস্থাতেই নিজের ক্ষতি হয় এমন ধরনের কাজ করবেন না।
প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয় কার ওপর ভিত্তি করে জানেন। ভালোবাসায় দায়বদ্ধতা কি?
না আজকে আর ভালো লাগছে না, ভালো থাকবেন, অন্য আরেকদিন অন্য কোন উত্তর এ কথা হবে।
তার দেখানো স্বপ্নের কথা মনে না করে, নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখুন। প্রেম ভালোবাসা আপনাকে প্রতিষ্ঠিত করবে না, পারে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে।
আরে বিবাহ আপনি প্রেম না করেও করতে পারেন, পরিবারই আপনার জন্য ঠিক করে দেবে। খামোখা সে জিনিসের পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না
এই যা মনেই তো নেই, আজকাল আমি মন ভোলা হয়ে গেছি, ভালো লাগছে আর
এবার সত্যি সত্যি বিদায় নিচ্ছি ভালো থাকবেন।