ভালোবাসা মানে কি, ভালোবাসা দিয়ে কি হয়?
ভালোবাসা মানে কি, ভালোবাসা দিয়ে কি হয়?
ভালোবাসা মানে তো এক একজনের কাছে এক একরকম।তবে যদি বল যে স্হায়ী ভালোবাসা তাহলেতো এই তোমার পন্চাশ কি ষাটের দশকে যেতেই হয়।সেখানে দেখ তোমার মা বাবাকে অথবা তোমার দাদু ঠাম্মাকে তারা কেমন ছিল?তারা তো তালাক বা ডিভোর্সের দিকে যায় নি।কেন? কারণ তারা একজন আরেকজনের বেষ্ট বন্ধু ছিল।এখন প্রসঙ্গত পৃথিবীতে আপনি বন্ধু অনেক পাবেন।তবে স্বামী ও স্ত্রীর কথা যদি বল তো তাদের বেলায় একজন আরেকজনের একটা কেয়ারটেকার হিসাবেই আছেন।অর্থাৎ একে আপরের পরিপুরক।স্বামী তার স্ত্রীর শারীরিক ও মানসিক চাহিদাপত্র মেটাতে চেষ্টা করবে স্ত্রীও চেষ্টা করবে স্বামীর চাহিদাপত্র মেটাতে।এখানে কেউ যদি কাউকে না ঠকায় তবেই তো সেটা স্হায়ী হয়।অথচ আজকের ভালোবাসা এমন যে দুর অনেক হয়েছে একটু পরকিয়া করে নি,ওর কথা শুনতে হবে কেন? না এইসব করে নিজেরই ক্ষতি নিজেই করা হছ্ছে।একজন আরেকজনের কথা শুনবে।একজন আরেকজনের চাহিদা মেটাবে এখানেই তো লাভ।এখন তুমি ভদ্রলোকের মেয়ে বলেই মনে হছ্ছে আশা করি বুঝতে পারছ যে প্রতারণা করে কাউকে ঠকানো আর নিজেকে ঠকানো এক কথা।ভালবাসা কেবল তখনই লাভজনক যখন একে আপরের সকল চাহিদাপত্র আপনারা মেটাতে পারবেন।নাহলে লাভ তো নেইই ক্ষতি আর ক্ষতি।কি ক্ষতি তা ডিভোর্সী মেয়েদের জিজ্ঞাসা করুন।শয়তানের মার শেষ রাতে আজীবণ ভালোর মার শুরুতে কিছুসময়।