ভালোলাগা আর ভালোবাসা কোন বয়স আছে কি?
ভালোলাগা আর ভালোবাসা কোন বয়স আছে কি?
Add Comment
মনে হয় না।।যেমন আমি যখন ক্লাস ১ এ পড়ি তখন একটা মেয়েকে আমার অনেক ভালোলাগত।মেয়েটার নাম আমার এখনো মনে আছে ভালোভাবে।সাদিকা হক নিতু।আমি মনে রেখেছি তার নামটা প্রতিনিয়ত।এমনকি তার চেহারাও আমার মনে আছে।এখন ভার্সিটিতে পড়ি।তবে তার কোনো আইডি আমি খুজে পাইনি।ক্লাস ১ এ পড়াকালীন কেউ ভালোবাসতে পারে এটা বিশ্বাস করার মতন না।কিন্ত আমার ক্ষেত্রে এটা ভালোবাসা না ভালোলাগা ছিল তাও জানি না।।তবে এতটুকু বলি যে ভালবাসা/ভালোলাগার কোনো বয়স হয় না।।