ভালো চরিত্রের অধিকারী হতে কী কী গুণ থাকতে হয়?
ভালো চরিত্রের অধিকারী হতে কী কী গুণ থাকতে হয়?
Add Comment
- মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে।
- স্ববিরোধী এবং পরস্পর দ্বিমুখী বক্তব্য পরিহার করতে হবে।
- মানুষের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো,অপপ্রচার ও ঘৃণামূলক বক্তব্যের প্রচারণা বন্ধ করতে হবে।
- ভণ্ডামো পরিহার করে সৎ সাহস নিয়ে কথা বলার মানসিকতা তৈরি করতে হবে।
- মনে রাখতে হবে ভালো চরিত্রের অধিকারী মানে এই নয় যে,কে কার সাথে শুয়েছেন,সেটিকে তার সাথে গুলিয়ে ফেলতে হবে!অর্থাৎ কে কার সাথে কতবার শুয়েছে বা বিছানায় গিয়েছেন,এসব ভালো চরিত্রের কোন নির্ধারক হতে পারে না।
- ভালো চরিত্র মানে এই নয় যে,নিজেকে চার দেয়ালের মাঝে বন্দী করে ফেলতে হবে।
- আরো মনে রাখতে হবে যে,ভালো চরিত্র মানে এই নয় যে নিজেকে আপাদমস্তক ঢেকে ফেলতে হবে।
- নিজেকে খোলাখুলি প্রদর্শনের মাধ্যমেও ভালো চরিত্রের অধিকারী হওয়া যায়;মহৎ ও মানবীয় গুণাবলী অর্জন করা যায়।
- ভালো চরিত্রের সাথে শরীরের কোন সম্পর্ক ও সংযোগ নেই।