ভালো বইগুলো পড়লে কি বুদ্ধিমান হতে পারবো?
সবার প্রথম ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটি জন্য। ভালো বইয়ের উপকারিতা বলে শেষ করা যাবে না। ভালো বই প্রধানত আপনার তিনটি বিষয়কে খুবই শক্তিশালী করবে –
১. মন
২. বুদ্ধি
৩. ইন্দ্রিয়
এ তিনটি বিষয় দ্বারা আপনি ইহজাগতিক এবং পরজাগতিক বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পারবেন এবং ইহজাগতিক অবস্থায় আপনাকে সকল সুখ এবং সমৃদ্ধি হাসিল করার জন্য শক্তিশালী করবে।
উপরের তিনটি বিষয়কে যখন আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন তখন আপনি হবেন একজন ভালো নেতৃত্বও সম্পন্ন মানুষ। আপনার নিজ নিজ জায়গায় অর্থাৎ আপনি যে পেশায় জড়িত আছেন না কেন সেখানে চরম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয়ে যাবে এবং আপনার ভিতরের নিচের ৪টি গুণাবলী খুবই বৃদ্ধি পাবে।
- দক্ষতা
- ইচ্ছাশক্তি
- বিভবশক্তি এবং
- কর্মক্ষমতা
সুতরাং ভালো বই পড়ার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না পৃথিবীতে বড় বড় শক্তিশালী লিডাররা নিয়মিত ভালো বই পড়তেন।
যেমন: মহাত্মা গান্ধী, বিলগেটস, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ, পন্ডিত নেহেরু, ডঃ মুহাম্মদ ইউনুস, ইত্যাদি অসংখ্য স্বনামধন্য লিডারের উদাহরণ দেওয়া যেতে পারে যারা তাদের জীবনের বেশিরভাগ সময় ভালো বই পড়েছেন এবং সেখান থেকে প্রাপ্ত জ্ঞান গুলো কে ব্যবহার করেছেন তাদের বাস্তবিক সমস্যাগুলোকে সমাধান করার জন্য।
আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে আর অবশ্যই Upvote করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে এ ধরনের ভাল ভাল পোষ্ট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি।
এ ধরনের আরো বেশ কিছু বিজনেস টিপস, মোটিভেশনাল টিপস, এবং ক্যারিয়ার অরিয়েন্টেড টিপস পেতে আমাকে অনুসরণ করুন যাতে পরবর্তীতে আমার পোস্টগুলো আপনি সবার আগে পেতে পারেন।