ভালো মানুষ চেনার উপায় কী?
ভালো মানুষ চেনার উপায় কী?
Add Comment
- একজন ভালো মানুষ সত্য এবং মিথ্যার মধ্য থেকে সত্যের পক্ষে অবস্থান নেন।
- একজন ভালো মানুষ কখনো অন্যের বিরুদ্ধে কুৎসা রটান না।
- একজন ভালো মানুষ কখনো কুটনামি এবং পরনিন্দা করেন না।
- একজন ভাল মানুষ স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করেন।
- একজন ভালো মানুষ সাধারণত মিষ্টি মিষ্টি কথা বলে অন্যের মন ভোলান না।
- একজন ভালো মানুষ অত্যন্ত বিনয়ী স্বভাবের হয়ে থাকেন।
- একজন ভালো মানুষ সভ্য এবং মার্জিত আচরণ করতে ভালোবাসেন।
- একজন ভালো মানুষ সহনশীল এবং পরমতসহিষ্ণু হয়ে থাকেন।
- একজন ভালো মানুষ কখনো অহংকার করেন না এবং অন্যকে হেয় প্রতিপন্ন করে কথা বলেন না।
- একজন ভালো মানুষ সকলকে সুখী রাখতে এবং অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন।
- একজন ভালো মানুষ অন্যের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে থাকেন।
- একজন ভালো মানুষ কখনো অন্যের চাটুকারীতা এবং গোলামী করেন না।
- একজন ভাল মানুষ বিপদে-আপদে নিঃস্বার্থভাবে অন্যের পাশে গিয়ে দাঁড়ান।
- একজন ভালো মানুষ কখনো অন্যের উপকারের কথা ভোলেন না।তাদেরকে তারা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
- একজন ভালো মানুষ কেউ কোনো কিছু অর্জন করলে- তাদেরকে অভিবাদন জানাতে ভুল করেন না।
- একজন ভালো মানুষ কখনো অন্যের প্রতি ঈর্ষান্বিত হন না।
- একজন ভালো মানুষ সর্বদা নিজেকে লোভ-লালসার এর ঊর্দ্ধে রাখেন।
- একজন ভালো মানুষ কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করেন না।
- একজন ভালো মানুষের হৃদয় অত্যন্ত দয়ালু।