ভালো মানুষ হবার উপায় কী?
ভালো মানুষ হবার উপায় কী?
Add Comment
আমার মতে ভালো মানুষ বা খারাপ মানুষ বলে কিছু হয় না।সবাই তাদের পারিপার্শিক পরিবেশের শিকার।কোনো মানুষ জন্ম থেকে ভালো হয় নাবার কোনো মানুষ জন্ম থেকে খারাপ হয় না।
এখন যদি আমরা বলি ভালো মানুষ হবো কি করে তাহলে সেখানে বলব তার জন্য আগে দরকার একটা ভালো পরিবেশ।পরিবেশ যত দিন ন ভালো হচ্ছে তত দিন আপনি ভালো মানুষ হতে পারবেন না।
চিন্তা ধারণা পাল্টাতে হবে।এখনকার মানুষ জাতির সমস্যা হলো সব কিছু নিজের করতে চাই।যা সব কিছুর ক্ষতির মূল কারণ ।
যত দিন পর্যন্ত আপনার মধ্যে এই ego, জিনিস থাকবে তত দিন আপনি ভালো মানুষ হতে পারবেন না ।অনেক লোকের অনেক টাকা থাকে অনেক টাকা দান করে ,তাই বলে কি সে ভালো মানুষ হয়ে যাবে? না কখন ও না,
আমাদের পরিবেশ আর আমাদের চিন্তা ধারণা আমাদের ভালো মানুষের পরিচয় দেই । মনুষ্যত্ব সবার উপর তার উপর কিছু নেই।