ভাল থাকার জন্য কোন অভ্যাসগুলি ত্যাগ করা উচিত?
ভাল থাকার জন্য কোন অভ্যাসগুলি ত্যাগ করা উচিত?
ভালো থাকার জন্য,
১। নিজের যা ই আছে, যেমনভাবে ঈশ্বর রেখেছেন, সেটাই সর্বোচ্চ প্রাপ্তি হিসাবে গ্রহণ করা উচিৎ।
নিজের চাইতে ভালো অবস্থানে থাকা কারোর সাথে নিজের অবস্থা তুলনা করে, অপ্রাপ্তির বেদনায় নিজেকে বারংবার বিদ্ধ করার অভ্যাস ত্যাগ করা উচিৎ।
২। কারোর কাছ থেকে বিপদে সাহায্য পাওয়া যাবেই, এই আশা ত্যাগ করা উচিৎ।
কারণ, “কোনো বিপদ হলে, আমাকে শুধু একটা মিসড্ কল দেবেন”…যিনি বলেছিলেন, বিপদে পড়ে তাঁকে ফোন করে শুনতে পাই, “বড্ড ব্যস্ত আছি, ফোন করতে হবে না, আমি নিজেই আপনাকে পরে ফোন করবো”। সেই ফোন আর কখনোই এলোই না।
৩। বিশদে না জেনে, না বুঝে কোনো ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিৎ।
৪। প্রশংসা না করলেও, সমালোচনা করা থেকে বিরত থাকা উচিৎ।
৫। নিজের যোগ্যতা যা ই হোক না কেন, অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য যাতে জীবনে পর মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, সেটা নিশ্চিত করা উচিৎ।
অন্যের দয়া,অনুকম্পায় রাজভোগ খাওয়া থেকে, নিজের ক্ষমতায় সিদ্ধভাত খাওয়া, রাজভোগের চাইতেও মহামূল্যবান।
৬। নিজের জাতি, ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য অন্যের জাতি, অন্যের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে বিরত থাকা উচিৎ।