ভাল ১০টি পেশাদারী টোটকা কী কী?
১। প্রথম পরিচয়ে মৃদু হেসে কথা বলুন।
২। মানুষকে ধন্যবাদ দিতে শিখুন (রিক্সাওয়ালা, মুদি দোকানি ডাজেন্ট ম্যাটার)
৩। নেতিবাচক চিন্তা পরিহার করুন। জীবন খুবই ছোট, নেতিবাচক চিন্তার ফলে ছোট্ট এই জীবনের আনন্দগুলো ফিকে হয়ে যায়।
৪। কেউ আপনার সাথে উদ্ধত আচরণ করলে আপনি নম্র আচরণ করুন। কারণ কোন মানুষই স্বাভাবিক অবস্থাতে কারো সাথে খারাপ ব্যবহার করে না।
৫। কেউ আপনার সাথে নিচু স্বরে কথা বললে আপনিও তার সাথে নিচু স্বরে কথা বলুন। হয়ত সে চাচ্ছেনা কথাগুলো অন্যকেউ জানুক।
৬। কারো সাথে কথা বলার সময় চোখ থেকে রোদ চশমা খুলে কথা বলুন।
৭। কেনাকাটার পর ভাঙতি বা টাকা খুচড়া করার সময় অন্যের মানিব্যাগ বা ড্রয়ারের দিকে তাকানোর অভ্যাস থাকলে পরিহার করুন।
৮। ম্যাসেঞ্জার বা অন্যকোথাও কাউকে বার্তা পাঠানোর ক্ষেত্রে হাই, হ্যালো ইত্যাদি পরিহার করে সরাসরি আপনার প্রয়োজনীয় কথা বলুন। প্রয়োজনে হাই, হ্যালোর তার সাথে যুক্ত করে দিন।
৯। ব্যাক্তিত্বশীল কোন মানুষের সাথে (বয়জেষ্ঠ্য বা কনিষ্ঠ্য যাইহোক না কেন) কথা বলার সময় অতিরিক্ত ভদ্রতা দেখানো পরিহার করুন। স্বাভাবিকভাবে তার সাথে কথা চালিয়ে যান। এতে আপনার ব্যক্তিত্ব তার সামনে ফুঁটে উঠবে।
১০। কোন সমস্যা সমাধানে কেউ আপনার সহযোগীতা চাইলে সেই সমস্যা সহজভাবে সমাধানের চেষ্টা করুন।