ভিতরে ভিতরে চালাক এমন মানুষ কে কিভাবে চেনার উপায় আছে?
ভিতরে ভিতরে চালাক এমন মানুষ কে কিভাবে চেনার উপায় আছে?
Add Comment
- ভেজাল এর মধ্যে নিজেকে সামিল করবে না।
- খুবই স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক, নিজের বিষয় সবার আগে দেখে ,তাতে অন্যের কিছু হলেও কোনোভাবেই নিজের মন পরিবর্তন করে না।
- নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেয়।
- আপনার বায়োগ্রফি জানার চেস্টা করবে ,তবে তার সম্পর্কে আপনার কম বলবে।
- সহজের নিজের মত পরিবর্তন করবে না।
- অন্যের কথায় কম প্ররোচিত হবে,নিজের মতে অটুট থাকবে।
- টাকা পয়সার লেনদেন এর ব্যাপারে খুবই সাবধান।
- সহজেই কাউকে বিশ্বাস করবে না।
- একাকিত্ব এর সাথে নিজেকে মানিয়ে নিবে।
- কঠোর পরিশ্রমী হওয়ার কথা ,না ও হতে পারে।
- নিজের ভাগ পেয়ে গেলে কেটে পড়বে।
- অনেকের মধ্যে “মুই কি হনু রে ?”এই ভাবটি ও থাকতে দেখা যায়,মূলত তারা অনেক আত্মবিশ্বাসী হয়ে থাকে,তাই এরকম হয়।