মধ্য বয়সে নারী পুরুষদের যৌন আকাঙ্খা কী পরিমাণ হয়ে থাকে?
মধ্য বয়সে নারী পুরুষদের যৌন আকাঙ্খা কী পরিমাণ হয়ে থাকে?
Add Comment
বলা হয়ে থাকে যে মধ্য বয়সে নারী পুরুষের যৌন আকাঙ্খা সর্বোচ্চ পর্যায়ে থাকে। আর এ সময়ের পরপরই তাদের শরীরে যৌন শিথিলতা চলে আসে। টিন এজ বয়সে যৌনাকাঙ্খা যতটা না থাকে মধ্য বয়সে এটি কয়েক গুণ বেড়ে যায়। একভাবে বলা যায় যে এ সময়ে নারী পুরুষরা নতুনভাবে যৌবনপ্রাপ্ত হয়ে থাকেন।
তবে বিভিন্ন গবেষণাতেও এই তথ্যের সত্যতা উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে যে মধ্য বয়সে নারীদের তুলনায় পুরুষদের যৌনাকাঙ্খা অনেক বেশি থাকে।