মনকে কন্ট্রোল করার উপায়?
যে প্রশ্ন করেছেন,, তার সম্পূর্ণ উত্তর হয়তো আমি দিতে পারবো না ।
কিন্তু যতটুক জানি তার থেকে হয়তো কিছু বলতে পারো ।
যার মনোবল যতটুকু শক্তিশালী,, তার মনকে কন্ট্রোল করায় সে বেশি দক্ষ ।
আপনার মনকে কন্ট্রোল করতে হলে, আপনার মনোবল শক্তি,, মানে আত্মবিশ্বাস শক্তি বাড়াতে হবে,,
এখন বলবেন আত্মবিশ্বাস শক্তি কিভাবে বাড়াবো ?
আত্মবিশ্বাস শক্তি মানে আপনার নিজের প্রতি নিজের প্রচুর বিশ্বাস থাকা যে এই কাজটা করতে পারবো।
তাই মনকে কন্ট্রোল করতে হলে আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে ,, তাহলে হয়তো সম্ভব,,
এ পৃথিবীতে সবচেয়ে কঠিন ও সহজ কাজ হচ্ছে নিজের মনকে কন্ট্রোল করা
যদি আপনি মনে করেন যে পারবেন, তাহলে পারবে
আর যদি মনে করেন যে আমি পারবো না, ভয় করেন তাহলে পারবেন না
পুরোটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে,, যেতে পারবেন, নাকি পারবেন না
“আমার ক্ষুদ্র আমি যতটুক পারলাম ততটুকু বললাম”..!
আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ …!