মনের অচেতন স্তর কি চেতন স্তরকে কোনোভাবে প্রভাবিত করতে পারে?

    মনের অচেতন স্তর কি চেতন স্তরকে কোনোভাবে প্রভাবিত করতে পারে?

    Train Asked on July 17, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      হাহা, সিগমুন্ড ফ্রয়েডের জনপ্রিয়তার ভিত্তিই তো এটার উপর দাঁড়িয়ে আছে । যদিও ফ্রয়েডের অনেক ধারণাই পরে অবৈজ্ঞানিক বলে প্রতিষ্ঠিত হয়েছে, মানবমনের অচেতন স্তরের চেতনার উপর প্রভাবের সত্যতা তাতে ক্ষুণ্ণ হয়নি ।

      বর্তমানে কোনো স্নায়ুবিজ্ঞানীকে জিজ্ঞেস করলেও তাঁরা সায় দিয়ে জানাবেন যে আমাদের চেতন মনে যা কিছু সিদ্ধান্ত আমরা নিচ্ছি বলে আমরা মনে করি, আসলে সেই সিদ্ধান্ত আমাদের অচেতনে কয়েক মিলিসেকেন্ড থেকে কয়েক সেকেন্ড আগে অবধি নেওয়া হয়ে গিয়েছে বলে ল্যাবের পরীক্ষায় দেখা গিয়েছে । যদি কোনো জিনতত্ত্ববিদকে জিজ্ঞাসা করেন তিনি বলবেন যে আমরা হলাম জিন আর পরিবেশের মিলিত প্রভাবের পরিণাম, অর্থাৎ আমরা = আমাদের জিন + আমাদের পরিবেশ । এই দুই-ই যেহেতু আমাদের অচেতনকে নিয়ন্ত্রণ করে, অতএব আমাদের চেতন মনের ভাবনা-চিন্তা, সংকল্পও এদের দ্বারাই নির্ধারিত হয় ।

      কিছু দার্শনিক তথা বৈজ্ঞানিক এই দুইয়ের ভিত্তিতে দাবি করেন যে মানুষের স্বাধীন ইচ্ছা বা Free Will বলে কিছুর অস্তিত্ব থাকা সম্ভব নয় । সবই যখন অচেতন নিয়ন্ত্রণ করে তখন আর স্বাধীনতার অবকাশ কোথায় রইল? ইউটিউবখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে স্যাম হ্যারিস ও রবার্ট স্যাপোলস্কি এই ধারণার সমর্থন করেন । তবে এই বক্তব্যের যাথার্থ্য কতটুকু তা এখনও বিতর্কের বিষয় । আমার ব্যক্তিগত পড়াশুনো অনুযায়ী আমি এই ধারণা বর্তমানে সমর্থন করি না । শুনতে আশ্চর্য ঠেকলেও মানুষের অচেতন স্তরের প্রভাবে আমাদের স্বাধীনতা খর্ব হওয়ার কারণ তো নেই-ই, বরং তা আরও অর্থপূর্ণ হয় । তবে এই বিষয়ে এখানে বিশদ আলোচনায় যাবো না কারণ তা এই উত্তরের অবকাশের বাইরে ।

      আমাদের অচেতন স্তরের চেতনার উপর প্রভাবের একটা চমৎকার কিন্তু প্রায়শই উপেক্ষিত নিদর্শন হল শিল্পীদের শিল্পকর্মের প্রক্রিয়া । একজন শিল্পী তাঁর অনুপ্রেরণার জন্য তাঁর চেতন নয় বরং অচেতনের উপর নির্ভর করেন । শিল্পীদের “মৌলিক আইডিয়া” তাঁদের অচেতন থেকেই প্রবাহিত হয় । তাঁদের চেতন কেবল সেগুলোকে পরীক্ষা করে যাচাই করে নেয় যে তাঁরা সত্যিই গুণমানের কিনা । যেমন লেখকদের ক্ষেত্রে দেখা গেছে কেউ-কেউ তাঁদের লেখার কথা বলতে গিয়ে বলেছেন তাঁদের উপন্যাসের চরিত্ররা যেন তাকে দিয়ে লিখিয়ে নিয়েছে ! লেখার সময় তিনি নিজেও জানতেন না লেখা কোনদিকে মোড় নেবে !

      এই শিল্পীদের যদি কখনও জিজ্ঞেস করেন যে তাঁরা যা কিছু রচনা করেছেন তা স্বাধীনভাবে রচনা করেছেন কিনা, সম্ভবত কতকগুলো অবাক দৃষ্টি আপনার দিকে নিক্ষিপ্ত হবে । যেন কোনো পাগলের প্রলাপ উচ্চারিত হয়েছে আপনার মুখ থেকে । যে শিল্পীর রচনা তাঁর নিজস্ব স্বাক্ষর বহন করে, তা স্বাধীন রচনা নয় কোন যুক্তিতে?

      Professor Answered on July 17, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.