মনের তালাক বলতে কি বুঝায়.?
মনের তালাক? এইটা তো হয় অবৈধভাবে সম্পর্কে জড়িয়ে পড়লে।যেমন এইটা লোকের বউ দুই বার কি তিনবার আরেকজনের সাথে পালিয়ে গেল।তাও ডিভোর্স ছাড়া।তারপর আপনি দেখলেন যে এক বেটি স্বামী বিদেশে গেছে তার পেটের বাচ্চাকে ফেলে রেখে আরেকটি গান্ডুর সাথে পালিয়েছে।আসলে যে যাবে তার তালাক লাগে না সে তো যাইইই তালাক তো কাগজের কারবার।ভাতার ধরলে স্বামী মুছে যায় মন থেকে তালাক হয় এমনিতেই।কাগজপত্র তো বাহানা।
সমাজে কিছু চরিত্রহীনা মেয়ে আছেতো যারাই এইরকম তিড়িং বিড়িঙ করে স্বামীকে মনের তালাক মেরে ভাতার ধরে।এদেরকে পরকিয়ায় বাধা দিতে আসলেই হলুদ সাংবাদিকরা বলে নারীদের দাসত্ব করাতে চাইছে।কারণ পরকিয়া নারীদের অধিকার।খবরের কাগজে এইসব লেখাই তো নারীবাদীদের কাজ।