মন ভালো না থাকলে আপনি কী করেন?
মন ভালো না থাকলে আপনি কী করেন?
মন ভালো না থাকলে আমি তিনটি কাজের মধ্য থেকে যেকোনো একটি করি। যথা:
১। ফ্রিলান্সিং করি: মন খারাপের সময় ফ্রিলান্সিং করি, এই বিষয়টি হয়তো আপনার কাছে অবাক লাগতে পারে। কিন্তু হ্যা। আসলেই তাই। মাইক্রোটাস্ক সাইটে এমন কিছু ছোট ছোট কাজ থাকে যা করলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। এই যেমন ধরুন 0.30$ থেকে 0.60$ রেটের ছোট ছোট কাজ। বাংলাদেশি টাকায় যা ৩৫ ঢেকে ৭০ টাকা হয় (প্রতি কাজের জন্য)। কাজগুলো খুবি সহজ চাইলে যে কেই করতে পারবেন, তবে কিভাবে করে সে বিষয়ে একটু ধারণা থাকা জরুরি। এজন্য মাইক্রোটাস্ক সাইটের যে কোনো একটি কাজ নিয়ে গুগল বা ইউটিউবে সার্স দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন।
অথবা,
২। মুভি দেখি: মুভি দেখার অভ্যাস আমার অনেক পুরোনো। বলতে পারেন ছোটবেলা থেকেই মুভি দেখি। ভালো লাগে। একসময় এটা আমার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। তবে বর্তমানে এটা মন ভালো করার উপায় হয়ে উঠেছে।
অথবা,
৩। উপন্যাসের বই পরি: অবশ্য বর্তমানে আর পরিনা, তবে কলেজ লাইফে এটা ছিল আমার প্রথম উপায় মন ভালো করার এবং ভালো রাখার।