মস্তিষ্ককে চিন্তামুক্ত রাখতে হলে কী করতে হবে?
মস্তিষ্ক চিন্তা করবে এটা স্বাভাবিক তবে দুশ্চিন্তা করবে এটা অস্বাভাবিক। মানুষের মস্তিষ্ক অনেক বেশি ক্লান্ত থাকলে এমন ধরনের দুশ্চিন্তা হয়ে থাকে। এর জন্য প্রয়োজন সঠিক বিশ্রাম। মস্তিষ্ক সুস্থ রাখতে যেমন প্রয়োজন সুস্থ খাবারের তেমনি একে চিন্তামুক্ত রাখতেও প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম ও পরিচর্যার। জেনে নিন এক্ষেত্রে কী করা দরকার।
রাতে ভালো একটি ঘুম :
রাতে ভালো একটি ঘুম দেয়ার চেষ্টা করুন কেননা রাতের ঘুমটি মস্তিষ্ক সুস্থ রাখতে অনেক বেশি প্রয়োজনীয়। তাই রাতে একটি নির্দিষ্ট সময় ঠিক করুন যে সময়ে প্রতিদিন ঘুমোতে যাবেন। কয়েকদিনের অভ্যাসে আপনার রাতে ভালো ঘুম হবে এবং এর ফলে কোনো ধরনের বাজে চিন্তা মস্তিষ্কে ঘুরপাক খাবে না।
সকালে ঘুম থেকে উঠুন এবং ব্যায়াম করুন :
সকালে ঘুম থেকে উঠুন এবং শারীরিক ব্যায়ামের জন্য খোলা কোনো পরিবেশে যান। সকালের মিষ্টি বাতাসটি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে মস্তিষ্ক প্রাণবন্ত ও প্রফুল্ল হয়ে ওঠে এবং সুস্থ থাকে। ফলে বাজে চিন্তা আসে না।
সঠিক খাবার খান :
মস্তিষ্ক সুস্থ ও চিন্তামুক্ত রাখতে সঠিক খাবার অনেক গুরুত্বপূর্ণ। এর জন্য ভিটামিন, বি-১২, ফ্যাটি অ্যাসিডজাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়া প্রয়োজন। এগুলো মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এবং মস্তিষ্কের স্বাস্থ্য সুরক্ষা করে। এক্ষেত্রে মাছ, বাদাম, বীজ ইত্যাদি খাবার খেতে পারেন।
মেডিটেশন করুন :
মেডিটেশন মস্তিষ্কের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মস্তিষ্কের একটি ব্যায়াম বলঅ চলে। মেডিটেশনে মস্তিষ্ক ধীর স্থির হয়, কোনো ধরনের বাজে চিন্তা আসে না, মনোযোগ বৃদ্ধি পায়। মস্তিষ্ককে চিন্তামুক্ত রাখতে অবশ্যই দিনের নির্দিষ্ট একটা সময় মেডিটেশন করুন।
মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন :
মানসিক বিভিন্ন চাপকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বিভিন্ন ধরনের চাপ মস্তিষ্কে আসতে পারে। এগুলোর ইতিবাচক দিক চিন্তা করুন এবং এগুলোর চাপ নেয়া থেকে বিরত থাকুন। যেকোনো বিষয় নিয়ে চিন্তা করার চেয়ে কল্পনা করুন, দেখবেন আপনার মস্তিষ্ক সুস্থ স্বাভাবিক থাকবে।