মহাকাশ কাকে বলে?

    মহাকাশ সম্পর্কে জানতে চাই?

    Add Comment
    1 Answer(s)

      মহাআকাশ কি

      মহাকাশ ইংরেজি শব্দ (Space) । সহজ ভাষায় আমাদের মাথার উপর যে আকাশ দেখতে পাই, তাকেই মহাকাশ বলে । মহাআকাশে রয়েছে, অসংখ্য গ্রহ, তারা, চন্দ্র , ধূমকেতু এবং ছায়াপথ ইত্যাদি সহ বেশ উপগ্রহ, গ্রহ, নক্ষত্র রয়েছে । পৃথিবী ঘূরছে, তার সাথে সাথে মহাকাশের পরিবর্তন ঘটছে ।

      আমাদের দেশে এখন দিন আবার অন্যন্য দেশে এই সময়ে রাত । আবার আমরা এক দেশ থেকে যা দেখি অন্য দেশ থেকে অন্যরা দেখতে পায় । এমনকি আমরা নিরক্ষরেখার উত্তর থেকে কখনই তার দক্ষিণের আকাশে বেশীর ভাগ দেখতে পাই না । দক্ষিনের লোকেরাও উওরের আকাশের অনেক তারা কখনও দেখা পায় না । কিন্তু মহাকাশের যেটুকু অংশ আমাদের চোখে পড়ে তার এক দিক থেকে আরেক দিক দেখতে প্রায়ই চোদ্দ কোটি বছর আলোক বর্ষ লাগবে ।

      Professor Answered on February 13, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.