মাইক্রো কম্পিউটার কি?

মাইক্রো কম্পিউটার কি?

Add Comment
1 Answer(s)

    মাইক্রো কম্পিউটার: মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র। ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরী বলেই একে মাইক্রো কম্পিউটার বলা হয়। এ ধরনের কম্পিউটার একটি মাইক্রোপ্রসেসর এবং রম, র‌্যাম ও ইনপুট আউটপুট ইন্টারফেস চিপ দ্বারা গঠিত। দামে সস্তা, সহজে বহনযোগ্য ও আকারে ছোট বলে এ ধরণের কম্পিউটার পিসি (পারসোনাল কম্পিউটার) নামেও পরিচিত। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, গৃহস্থালীর কাজ, খেলাধুলা এবং চিত্তবিনোদনসহ অন্যান্য ব্যক্তিগত কাজে মাইক্রো কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। নোটবুক, ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি হলো বিভিন্ন ধরণের মাইক্রো কম্পিউটার। এসব কম্পিউটারে ফলাফল প্রদর্শন করার জন্য মনিটর ব্যবহৃত হয়। এতে প্রিন্টারসহ অন্যান্য সরঞ্জামও সংযুক্ত করা যায়। উদাহরণ: IBM 80286, IBM 80286, IBM 80486, P-I, P-II, P-III ইত্যাদি। আইবিএম পেন্টিয়াম-৪ প্রসেসরের গতি ১.৮ গিগাহার্জ যার স্থাপত্যশৈলী ইন্টারনেট ভিত্তিক।

    Professor Answered on March 15, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.