মাই নেটওয়ার্ক প্লেস থেকে উইন্ডোজ এক্সপি পিসিতে ঢোকা যাচ্ছেনা, কী করব?
মাই নেটওয়ার্ক প্লেস থেকে উইন্ডোজ এক্সপি পিসিতে ঢোকা যাচ্ছেনা, কী করব?
নেটওয়ার্ক নেবারহুড থেকে অন্য একটি উইন্ডোজ এক্সপি পিসিতে বিভিন্ন কারণে ঢোকা যায় না। কয়েকটা সম্ভাব্য কারণ ও সমাধান দেখে নিতে পারেন।
১. Guest ইউজারটি ডিসেবল হলে :
সমাধান: My Computer রাইট মাউস ক্লিক করে Manage এ ক্লিক করুন। Computer Management রান হবে। System Tools–>Local Users and Groups–>Users এ গিয়ে Guest একাউন্টটিতে ডাবল ক্লিক করুন। Account is disabled থেকে টিক চিহ্ন তুলে দিন। OK বাটন প্রেস করুন। সবাইকে অনায়াসে ঢুকতে দিতে না চাইলে Guest এ পাসওয়ার্ড সেট করে দিতে পারেন।
২. ফায়ারওয়াল এনাবল থাকলে :
সমাধান: উইন্ডোজ এক্সপির বিল্টইন ফায়ার ওয়াল বন্ধ করতে চাইলে Start Menu–> Control Panel থেকে Windows firewall রান করুন। Off (not recommended) সিলেক্ট করে OK বাটন প্রেস করুন। উইন্ডোজ সিকিউরিটি সেন্টার এলার্ট আসবে ভয় পাওয়ার কিছু নেই । আর থার্ডপার্টি ফায়ারওয়াল সফটওয়্যার ইনস্টল থাকলে তা ডিসেবল করুন।
৩. লোকাল সিকিউরিটি পলিসি এনাবল করা থাকলে :
সমাধান: Start Menu–> Control Panel–> Administritive Tools–> Local Security Policy রান করুন। Local Policies–> User Rights Assignment–> Deny Access to this computer from the network ডাবল ক্লিক করে ওপেন করুন। Guest, *s-1-5-21-299xxxxxxxxxx সহ সব ইউজার মুছে ফেলুন। OK বাটন প্রেস করুন। ধন্যবাদ