মাই নেটওয়ার্ক প্লেস থেকে উইন্ডোজ এক্সপি পিসিতে ঢোকা যাচ্ছেনা, কী করব?

মাই নেটওয়ার্ক প্লেস থেকে উইন্ডোজ এক্সপি পিসিতে ঢোকা যাচ্ছেনা, কী করব?

Add Comment
1 Answer(s)

    নেটওয়ার্ক নেবারহুড থেকে অন্য একটি উইন্ডোজ এক্সপি পিসিতে বিভিন্ন কারণে ঢোকা যায় না। কয়েকটা সম্ভাব্য কারণ ও সমাধান দেখে নিতে পারেন।

    ১. Guest ইউজারটি ডিসেবল হলে :

    সমাধান: My Computer রাইট মাউস ক্লিক করে Manage এ ক্লিক করুন। Computer Management রান হবে। System Tools–>Local Users and Groups–>Users এ গিয়ে Guest একাউন্টটিতে ডাবল ক্লিক করুন। Account is disabled থেকে টিক চিহ্ন তুলে দিন। OK বাটন প্রেস করুন। সবাইকে অনায়াসে ঢুকতে দিতে না চাইলে Guest এ পাসওয়ার্ড সেট করে দিতে পারেন।

    ২. ফায়ারওয়াল এনাবল থাকলে :

    সমাধান: উইন্ডোজ এক্সপির বিল্টইন ফায়ার ওয়াল বন্ধ করতে চাইলে Start Menu–> Control Panel থেকে Windows firewall রান করুন। Off (not recommended) সিলেক্ট করে OK বাটন প্রেস করুন। উইন্ডোজ সিকিউরিটি সেন্টার এলার্ট আসবে ভয় পাওয়ার কিছু নেই । আর থার্ডপার্টি ফায়ারওয়াল সফটওয়্যার ইনস্টল থাকলে তা ডিসেবল করুন।

    ৩. লোকাল সিকিউরিটি পলিসি এনাবল করা থাকলে :

    সমাধান: Start Menu–> Control Panel–> Administritive Tools–> Local Security Policy রান করুন। Local Policies–> User Rights Assignment–> Deny Access to this computer from the network ডাবল ক্লিক করে ওপেন করুন। Guest, *s-1-5-21-299xxxxxxxxxx সহ সব ইউজার মুছে ফেলুন। OK বাটন প্রেস করুন। ধন্যবাদ

    Professor Answered on March 23, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.