মাউস কিভাবে কাজ করে?
মাউস কিভাবে কাজ করে জানতে চাই?
Add Comment
মাউস কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হয় । কম্পিউটার কাজ করার সময় বেশির ভাগ কাজ Mouse দ্বারা সম্পর্ন করা হয় । মাউস দিয়ে কাজ করার সময় মাউস টবিলের উপর বা প্যাডের উপর রাখা হয় । মাউসটি যখন হাত দিয়ে নাড়া চাড়া করা হয় । তখন কম্পিউটারে মনিটরে একটি পয়েন্ট দেখা যায় ।
মাউস এর পয়েন্টার যেকোন ডকুমেন্টের উপর রেখে ক্লিক করলে, সেই ডকুমেন্টের কাজ সম্পর্ন হয় । মাউস ডান বাটন এবং বাম বাটন ও মাউস মাঝখানে চাকা ব্যবহার করে কম্পিউটার পরিচালনার কাজে ব্যবহার করা হয় ।