মাছ চাষ এর জন্য পুকুরের হিসেব কিভাবে করব?
মাছ চাষ এর জন্য পুকুরের হিসেব কিভাবে করব?
Add Comment
মাছ অনুযায়ী পুকুর তৈরি করতে হয়। যেমন- ৮০০-১০০০ মাছের জন্য পুকুরের গভীরতা ৮-১০ ফুট হতে হবে। পার প্রতি প্রতি ১০ ফুটের জন্য ১ ফুট হারে ঢালু করে পুকুর খনন করতে হবে। বিঘা প্রতি মাসে ৩০-৪০ কেজি গোবর এবং ১০ কেজি চুন ব্যাবহার করতে হবে।বিঘা প্রতি ২৫ কেজি ইউরিয়া,১৫ কেজি ক্যালসিয়াম, ইত্যাদি হিসাব করে পুকুরে মাছ চাষের হিসাব করতে পারবেন।