মাঝে মাঝে দাত থেকে রক্ত বের হওয়া কিসের লক্ষণ?
মাঝে মাঝে দাত থেকে রক্ত বের হওয়া কিসের লক্ষণ?
Add Comment
দাঁতের গোড়া বা মাড়ি থেকে রক্তপড়া- এই সমস্যার কথা প্রায়ই শোনা যায়। রোগীরা সাধারণত দাঁত ব্রাশ করার সময় বুঝতে পারেন, তার দাঁতের মাড়ি থেকে রক্ত বের হচ্ছে। এই রক্ত বের হওয়া বিভিন্ন রোগের লক্ষণ। মাড়ির রোগ যথা জিনজিভাইটিস পেরিয়োডোন্টাইটিসের ঝুঁকি থেকেই যায়। এ ছাড়া কোনো জটিল রোগে আক্রান্ত হলে এই সমস্যা হয়। যেমন : লিউকোমিয়া প্লাটিলেট ডিজঅর্ডার। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে রোগীদের মাড়ি থেকে রক্ত পড়তে পারে।