মাথার চুল পড়া কীভাবে বন্ধ করা যায়?
মাথার চুল পড়া কীভাবে বন্ধ করা যায়?
Add Comment
চুল পড়ার সমস্যাটি মাঝে মাঝে সিজনাল হয়ে থাকে যেমন শীতকালে বেশি চুল পড়ে। কোনো কোনো ক্ষেত্রে বংশগতও হয়ে থাকে। আবার চুল অনেক বেশি অপরিষ্কার আর সুষম খাবার, পানি না খাওয়ার ফলেও পড়ে থাকে। এমতাবস্থায় আপনার চুলকে সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, সপ্তাহে ৩ দিন শ্যাম্পু করুন ও ৩-৪ দিন অয়েল ম্যাসেজ করুন, সুষম খাবার গ্রহণ করুন, পারি বেশি করে খান, ফলমূল শাকসবজি বেশি করে খান, আশা করা যায় আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া চুলের বিশেষ যত্নে মেথি, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, আলমন্ড অয়েল, মেহেদী, আমলকী, লেবু, কলা ইত্যাদি ব্যবহার করতে পারেন।