মাথার চুল ফেলে দিলে কি চুল ঘন হয়?
মাথার চুল ফেলে দিলে কি চুল ঘন হয়?
Add Comment
চুল ফেলে দিলে চুল ঘন হবে তা সঠিক নয়।
কিন্তু এতে চুল পড়া বন্ধ থাকে আর চুলের ত্বক সংশ্লিষ্ট অনেক রোগ থেমে যায়। তাই চুল এর হার অনেক সময় বেড়ে যায়। এটা বৈজ্ঞানিক ভাবে হয়ত প্রমানিত নয়। তবে বাস্তবতায় প্রমানিত।
চুল ফেলার পর প্রতিদিন মাথায় তেল বিশেষ ভাবে অলিভ অয়েল দেয়ার অভ্যাস করুন।