মাথার ত্বকে ব্রণ এর মত ঘা উঠলে করণীয়?
মাথার ত্বকে ব্রণ এর মত ঘা উঠলে করণীয়?
Add Comment
আপনি নিমের পাতা বেঁটে মাথায় লাগতে পারেন। নিমের পাতা বাঁটা আপনার এই সমস্যার সমাধান করতে পারেন। তবে আরো একটা সুবিধা আছে- নিমের বড়ি তৈরি করতে নিমপাতা ভালোভাবে ধুয়ে বেটে নিতে হবে। এবার হাতে ছোট ছোট বড়ি তৈরি করতে হবে। বড় ডিশ ফ্যানে বাতাসে একদিন রেখে দিতে হবে। পরদিন রোদে শুকোতে হবে। নিমের বড়ির পানি একেবারে শুকিয়ে এলে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করতে হবে।প্রতিরাতে তুলার নরম বল নিমপাতা সেদ্ধ পানিতে ভিজিয়ে মাথায় লাগাতে হবে। এতে মাথার গুঁটির সমাধান পাবেন। তবে ফলাফল তেমন ভালো না হলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।