মাথার বাম অংশে প্রচন্ড ব্যথা, কী ওষুধ খেতে পারি?
আসলে আপনার মাথা-ব্যথার পুরো ধরনটি না জেনে আপনার মাথা ব্যথার কারণ অনুমান করা সম্ভব নয়। তবে যতটুকু বলেছেন, তাতে মনে হচ্ছে এটি মাইগ্রেইন বা টেনশন হেইডেক ( মাথা ব্যথার ধরন) হতে পারে। যদি এমন হয় যে, ব্যথা হবার আগে থেকেই টের পান যে ব্যথা হবে, যদি ব্যথার সময় আলো- শব্দ অসহ্য লাগে বা বমি ভাব হয় তবে এটি মাইগ্রেইন হবার সম্ভাবনাই বেশি। আর যদি মাথার একপাশে ঘাড় সহ চাপ দিয়ে ধরে থাকে এবং মানসিক চাপের সময় বেড়ে যায়, তবে তা টেনশন হেইডেক হতে পারে। দুই মাথাব্যথার চিকিৎসাপদ্ধতি ভিন্ন রকম। তবে প্রাথমিক পর্যায়ে প্যারাসিটামল জাতীয় ব্যথানাশক ( ভরাপেটে) খেয়ে দেখাটাই সমীচীন বলে মনে হচ্ছে। বেশি সমস্যা হলে বা সমস্যা দীর্ঘস্থায়ী হলে ডাক্তার দেখানটাই উচিৎ হবে। আর ধূমপান একটি বাজে অভ্যাস। এটি শরীরের সব অঙ্গকেই ক্ষতিগ্রস্ত কর। তাই ধূমপান ছেড়ে দেওয়াই উচিৎ। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
ডাঃ নিবিড়
ইন্টার্ন চিকিৎসক
ময়মনসিংহ মেডিকেল কলেজ।