মাথার ভেতর প্রায় একরকম শব্দ হয়, কী করবো?
মাথার ভেতর প্রায় একরকম শব্দ হয়, কী করবো?
Add Comment
আপনি যে সমস্যার কথা বলছেন সেটার জন্য বেশ ভাল কিছু মেডিসিন এখন পাওয়া যায়। আপনার রিপোর্ট ভাল আছে যেহেতু , এ বিষয়ে বেশি ভাবার কিছু নেই। আপনি টিনিটাস রোগে ভুগছেন এবং এটা খুবই বিরক্তিকর রোগ। আপনি রক্তের হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে দেখুন আপনার রক্তস্বল্পতা আছে কিনা। থাকলে আয়রন ক্যাপসুল খাবেন। ফ্লুরিজিন ৫ খাবেন। জিলোবা ক্যাপসুল সকালে একটি করে সাত দিন খাবেন।
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।