মাথার স্ক্যাল্পের তৈলাক্ত সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি ?
মাথার স্ক্যাল্পের তৈলাক্ত সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি ?
Add Comment
আপনি সর্বোচ্চ ফল পাবেন অলিভ অয়েল এবং কলার মিশ্রণ চুলে লাগিয়ে। অলিভ অয়েল গরম করে তাতে কলা মেশাবেন এবং মিশ্রণটি ভালভাবে মাথার ত্বকে ম্যাসাজ করে লাগাবেন। সারারাত লাগিয়ে রাখবেন এবং সকালে ধুয়ে ফেলবেন। এটি আপনি সপ্তাহে ৩দিন ব্যবহার করুন।দেখুন কত উপকার পান।আপনি Nizoral শ্যাম্পুটি ব্যবহার করুন একদিন পর পর। যেহেতু আপনার মাথার স্ক্যাল্প তৈলাক্ত কাজেই এটি ব্যবহারে খুব ভাল ফল পাবেন। এছাড়া সপ্তাহে ২দিন মাথায় এলোভেরা+মধু একত্রে মিশিয়ে লাগাবেন।