মানবতাবাদ কী? মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি লেখো।

    মানবতাবাদ কী? মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি লেখো।

    Default Asked on August 14, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      মানবতাবাদ হল গবেষণা, দর্শন ও অনুশীলনে এক ধরনের দৃষ্টিভঙ্গী যা মানবিক নীতি ও বিষয়াদি নিয়ে কাজ করে। একটি ধর্মনিরপেক্ষ মতাদর্শ যা যুক্তি, নীতিশাস্ত্র, ও ন্যায়বিচারকে নৈতিকতা ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং সর্বপ্রকার অলৌকিকতা এবং ধর্মীয় শাস্ত্রকে প্রত্যাখ্যান করে।

      (উপরের অংশটুকু উইকিমিডিয়া থেকে সম্পাদিত।)

      নিচে আমার উত্তর:

      জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানবের কল্যাণের জন্য যে মতবাদ তাই, মানবতাবাদ।

      মানবতাবাদের বৈশিষ্ট্য:

      ১। অনবরত নিজের উন্নতি ঘটানোর মাধ্যমে পরিবার, সমাজ, রাষ্ট্র তথা সমগ্র মানবজাতির উন্নতি ও কল্যাণ সাধনে নিয়োজিত।

      ২। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ প্রভৃতি নিরপেক্ষ।

      ৩। সর্বদা জ্ঞানেন্বেষী

      ৪। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে যুক্তি ও নীতিশাস্ত্রের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ

      ৫। মানবতাবাদের মূলনীতি হচ্ছে:

      “সবাই স্বজন”

      ৬। সবাইকে সম্মান

      ৭। কারো কোনো ক্ষতি নয়।

      ৮। হিংসা, বিদ্বেষ, হানাহানি নয়।

      ৯। সহজ, সরল জীবন যাপন।

      ১০। অপব্যয়, অপচয় ও বিলাসিতা মুক্ত।

      ১১। সৎ,উদার, সহনশীল, নম্র, ভদ্র।

      ১২। মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।

      Professor Answered on August 14, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.