মানবতা কাকে বলে?
লোকটি লন্ডনের একটি ব্রীজ থেকে লাফ দিতে চেয়েছিল কিন্তু কিছু অপরিচিত লোক তার সাথে কথা বলার ছুতোয় তাকে ধরে রেখেছে প্রায় ঘন্টা খানেক যাবৎ যতক্ষণ না সাহায্যকারী দল পৌছায়। ছবিটিতে একটু খেয়াল করে দেখুন কতটা সহানুভূতি, সহমর্মীতা নিয়ে তাকে তারা ধরে, বেঁধে রেখেছে যেন লাফ না দেয়। তাকে বোঝানোর চেষ্টা করছে। মানসিকভাবে সাপোর্ট দেয়ার চেষ্টা করছে। চিন্তা করে দেখুন, মানবতা কাকে বলে? চেনা নেই, জানা নেই একদম অপরিচিত অথচ সাহায্যের জন্য কি আপ্রান চেষ্টা করছে হাজারো ব্যস্ততার মাঝে।
মানুষের ধর্মীই মানবতা ।