মানষ কেন ব্যর্থ হয় তার জীবনে?
মানুষ কখনো ব্যর্থ হয় না । জীবনের উদ্দেশ্য কোন কিছুর প্রাপ্তি নয়। আপনার কাছে যা প্রাপ্তি বা আপনি যা না পাওয়ার জন্য নিজের জীবনকে ব্যর্থ মনে করছেন অন্যদের কাছে হয়তো তা তুচ্ছ। জীবনের যে কোন দুঃখ ততক্ষণ পর্যন্ত দুঃখ যতক্ষণ না আপনি এর থেকে বড় কোন সমস্যা বা দুঃখের মুখোমুখি হচ্ছেনা। আপনার হয়তো মনে হতে পারে আপনি ব্যর্থ হয়েছেন । কিন্তু তা
সঠিক নয়। আমাদের জীবনে সব কিছু
কোন একটা কারনে হয় তেমনি ব্যর্থতাও। ব্যর্থতা আর আর সার্থকতা দুই এই মুদ্রায় থাকে। ব্যর্থতার অপর পিঠে সার্থকতা থাকে।
আমারা আমাদের জীবনে যা কাজ করি তার ফল স্বরূপ সব কিছু পাই। জীবনের প্রত্যেক ধাপ আমাদের কিছু না কিছু শিক্ষায়। তেমনি কোন কিছুতে ব্যর্থ হলেও আমারা কিছু শিক্ষতে পারি। তাই মানুষের জীবন কখনো ব্যর্থ হয় না।