মানসিক শান্তি আনবো কী করে?
মানসিক শান্তি আনবো কী করে?
Add Comment
- সর্বদা রুটিনমাফিক চলাফেরা করুন।
- পর্যাপ্ত ঘুম এবং আরাম-আয়েশের ব্যবস্থা রাখুন।
- অন্যের দায়িত্ব নিজের কাঁধে নেওয়া যাবে না।
- যার কাজ তাকে করতে দিন,যার ভাবনা তাকে ভাবতে দিন।
- অযথা অন্যকে নিয়ে মাথা ঘামানো এবং অন্যকে জ্ঞান দান করা থেকে বিরত থাকুন।
- সম্পূর্ণভাবে নিজের উপর মনোনিবেশ করুন।
- মাঝে মাঝে ঘুরতে বের হোন।কাউকে নিয়ে লংড্রাইভে যান।
- মাঝে মাঝে সমুদ্রের পানিপুনি খেয়ে বিনোদন নিয়ে আসতে পারেন।অর্থাৎ সমুদ্রে বেড়াতে যান।
- যাকে-তাকে খুব একটা পাত্তা দিবেন না।
- পছন্দের এবং শখের কাজগুলো করতে থাকুন।
- নতুন কিছু সৃষ্টি করুন।তাহলে মানসিক শান্তি আসবে।
- ছাদে বাগান করতে পারেন।সেসবের পরিচর্চা করুন।নিজের লাগানো গাছ থেকে অক্সিজেন নিতে কার না ভালো লাগে!
- অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না।
- নিয়মিত গ্রীন টি পান করতে পারেন।
- টক্সিক এবং নেতিবাচক লোকদের ‘না’ বলুন।
- খোলসধারী,ভণ্ড এবং স্ববিরোধী লোকদের সান্নিধ্য পরিহার করুন।
- নিয়মিত মেডিটেশন বা ধ্যান করুন।
- মাঝে মাঝে নিজের সাথে নিজে কথা বলুন।
- অনলাইন এডিকশন এবং ডিভাইসের প্রতি অতিরিক্ত ভালোবাসা দূর করতে হবে।