মানহানির মামলায় একজনের সর্বোচ্চ কত বছরের শাস্তি হতে পারে?
মানহানির মামলায় একজনের সর্বোচ্চ কত বছরের শাস্তি হতে পারে?
Add Comment
মানহানি করা একটি অপরাধমূলক কর্মকান্ড হিসেবে বিবেচ্য। আইনের ভাষায় ফৌজদারি ও দেওয়ানি উভয় প্রকারের হতে পারে। ফৌজদারি আদালতে মানহানি মামলা হলে অভিযুক্ত ব্যক্তি কারাদন্ড কিংবা অর্থদন্ডে দন্ডিত হবেন।পক্ষান্তরে দেওয়ানি আদালতে মামলা হলে এবং সেই মামলায় বাদী জয়ী হলে বিবাদী থেকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ আদায় করতে পারেন।
বাংলাদেশের দন্ডবিধির ৫০০ ধারায় মানহানির শাস্তি বর্ণনায় বলা হয়েছে, এই অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দুই বছর বিনাশ্রম কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড হতে পারে।