মানুষকে কিভাবে সন্তুষ্ট করা যায়?
মানুষকে কিভাবে সন্তুষ্ট করা যায়?
Add Comment
একজন মানুষকে অতি সহজে সন্তুষ্ট করার একটা উপায় হল তার প্রশংসা করা । নিজের প্রশংসা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া ভার। অনেকেই সাধারণভাবে উদাসীন হতে পারেন তবে নিজের প্রশংসায় যে তিনি প্রশান্তি লাভ করেন না এমনটা নিশ্চিত করে বলা যায় না। আসলে আমরা সবাই আনন্দ পিয়াসী। আত্ম প্রশংসা সামান্য হলেও আমাদের হৃদয়ে আনন্দের সঞ্চালনা করে। তাই যার দ্বারা আমি প্রশংসিত তার প্রতি আমার অবচেতন মনে এক সন্তোষজনক বন্ধন নির্মাণ হয়।