মানুষকে চেনার কি কোনো উপায় আছে?
মানুষকে চেনার কি কোনো উপায় আছে?
Add Comment
- মানুষকে চিনতে হলে তাকে টাকা ধার দিন।
- মানুষকে চিনতে হলে তার উপকার করুন।তারপর পরখ করে দেখুন সে কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ।
- মানুষকে চিনতে হলে আপনার কোনো গোপন কথা তার কাছে শেয়ার করুন।তারপর দেখুন সে ওই কথাটি হজম করতে পেরেছে কিনা।
- মানুষকে চিনতে হলে সে মানুষটির স্বপ্ন সম্পর্কে জানুন।
- মানুষকে চিনতে হলে আগে পরীক্ষা-নিরীক্ষা করে দেখুন তিনি তেলবাজি এবং চাটুকারিতা করেন কিনা।
- মানুষকে চিনতে হলে আগে দেখুন- সে কুটনামি এবং পরনিন্দা করেন কিনা।
- মানুষকে চিনতে হলে আগে দেখুন যে সে পরোপকারী কিনা।
- মানুষকে চিনতে হলে আগে দেখুন যে সে সত্যবাদী এবং সত্যান্বেষী কিনা।
- বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টভাষী লোকজন অন্যের ক্ষতি করে থাকেন।
- কোন বৃহত্তর উদ্দেশ্য নিয়ে কেউ আপনার সাথে মিশছেন কিনা সেটি আগে যাচাই-বাছাই করুন, তারপর সবই বুঝে যাবেন।
- কারো মধ্যে লোভ এবং লালসা রয়েছে কিনা সেটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখুন।